চতুর্থবারের মতো নারীদের বিশ্বকাপে অংশ নিয়েছিল আর্জেন্টিনা। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে এক হার ও এক ড্র হওয়ায় শেষ ম্যাচে জয়ের বিকল্প অন্য কোনো পথ ছিল না আর্জেন্টাইনদের সামনে। এমন পরিসংখ্যানের ম্যাচে শক্তিশালী সুইডেনের বিপক্ষে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে আকাশী-সাদা জার্সিধারীদের।
নিউজিল্যান্ডের ওয়াইকাটো স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের বাঁচা-মরার ম্যাচে সুইডেনের মুখোমুখি হয় আর্জেন্টিনা। শক্তিশালী সুইডেনকে প্রথমার্ধে রুখে দেয় আকাশী-সাদা জার্সিধারীরা। প্রথমার্ধে একের পর এক আক্রমণ সামলে পাল্টা আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোরেয়া-নুনেজরা। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই’দল।
বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে ডানপ্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল। গোল পরিশোধে মরিয়া হয়ে উঠা আর্জেন্টিনা শেষদিকে রক্ষণের ভুলে সুইডেনকে পেনাল্টি উপহার দিয়ে বসে। স্পটকিক থেকে গোল করে সুইডেনের ২-০ গোলের জয় নিশ্চিত করেন এলিন রুবেনসেন।
এই হারে তিন ম্যাচে এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হল আর্জেন্টিনার। ৩ ম্যাচের ৩টিই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে সুইডিশ মেয়েরা।
/আরআইএম
Leave a reply