আদালতের নির্দেশনা পেলে তারেককে দেশে ফেরাতে উদ্যোগ নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

|

আদালতের নির্দেশনা পেলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আরও জানালেন, আদালতের রায়ের নির্দেশনা মেনে সরকার কাজ করবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তারেক রহমান কী হিসেবে অবস্থান করছেন, তা জানি না। যদিও এ বিষয়ে একাধিকবার যুক্তরাজ্য সরকারের সাথে কথা বলার চেষ্টা করেছে বাংলাদেশ। তবে ব্যক্তিগত তথ্য দেশটি শেয়ার করে না বলে বারবারই ঢাকাকে জানিয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply