টেকনাফে বিজিবির সাথে স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

|

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ রফিক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, বিজিবির গুলিতে রোহিঙ্গা নিহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। এলাকাবাসীর দাবি, বিজিবির সাথে সংঘর্ষের সময় গুলিতে মারা গেছে রফিক। আর বিজিবির ভাষ্য, ইয়াবা কারবারিদের আটকের পর, তাদের সহযোগীরা টহল টিমের ওপর হামলা চালায়। সে সময় আত্মরক্ষায় বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিলেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মোহাম্মদ রফিক নামে একজনকে মৃত ঘোষণা করেন। নিহত রোহিঙ্গা বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, একজন ইয়াবা চোরাকারবারিকে ধরতে গেলে সে ইয়াবাসহ ধরা পড়ে। পরে লেদা বাজার এলাকায় যখন আমাদের টহল টিমটা আসে, তখন টহল টিমের ওপর ইট-পাটকেল ছুঁড়ে এবং লাঠিসোটা দিয়েও আঘাত করার চেষ্টা করে তারা। আত্মরক্ষার্থে আমাদের বিজিবিও ফাঁকা ফায়ার করে। হামলায় আহত এক বিজিবি সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply