বাড়লো এলপি গ্যাসের দাম

|

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) দাম বেড়েছে। প্রতি কেজি এলপি গ্যাসের দর ৯৪.৯৬ টাকা হিসেবে ১২ কেজি সিলিন্ডারের নতুন দর নির্ধারণ করা হয়েছে ১১৪০ টাকা। অন্যদিকে অটোগ্যাস লিটারপ্রতি ৪৬.৪৯ টাকা থেকে বাড়িয়ে ৫২.১৭ টাকা করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।

২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ওই সময় ঘোষণা দেয়া হয়, আমদানি নির্ভর এই জ্বালানির দর সৌদিরাস্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর উঠানামার কারণে ভিত্তিমূল্য উঠানামা করবে। এরপর থেকেই প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। ঘোষিত নতুন এই দর আজ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply