শিগগিরই পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করা হবে: ইসি আলমগীর

|

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিগগিরই পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করা হবে। প্রাথমিক বাছাইয়ে ৯২টি আবেদন রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

বুধবার (২ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মোহাম্মদ আলমগীর বলেন, কেউ রাজনৈতিক দলের পদে থাকলে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেয়া হবে না। তবে রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়ালে আপত্তি থাকবে না ইসির। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। তবে বিতর্কিত নয়, এমন অভিজ্ঞ বিদেশিদের পর্যবেক্ষণে আসার আমন্ত্রণ জানান তিনি।

তবে ইসির পক্ষে বিদেশিদের যাচাই-বাছাই সম্ভব নয় উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, আসছে জাতীয় নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন পেতে দুই শতাধিক আবেদন পড়েছে ইসিতে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply