তারেক-জোবায়দার সাজা: মহানগর-জেলায় বিক্ষোভ, ঢাকায় সমাবেশ করবে বিএনপি

|

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

তারেক রহমান ও জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ আগস্ট) সারাদেশে মহানগর ও জেলা শহরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে বিক্ষোভ মিছিল করবে। আর পরদিন শুক্রবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যৌথভাবে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বুধবার (২ আগস্ট) তারেক রহমানকে ৯ বছর কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে ২৬/২ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৭/১ ধারায় ৬ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস সাজা ভোগ করতে হবে।

আর তারেক রহমানের অপরাধে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান সহায়তা করেছেন, যা প্রমাণিত বলে মন্তব্য করেন আদালত। জোবায়দা রহমানকেও ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply