তামিমের সঙ্গে আজ বৈঠক বিসিবির

|

তামিমের সঙ্গে আজ আলোচনা বিসিবির। ছবি: সংগৃহীত

তামিম ইকবালের সঙ্গে আজ বৈঠকে বসতে পারে বিসিবি। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের ভবিষ্যত নিয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) এই ক্রিকেটারের সঙ্গে এক বৈঠকে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন এশিয়া কাপে জাতীয় দলের নেতৃত্বে কে থাবেন, সেটাও নির্ধারিত হবে এই সভায়। তবে কোথায়, কখন হবে এই সভা; এ ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখছে বিসিবি। ধারণা করা হচ্ছে, সভা শেষে গণমাধ্যমকে আলোচনার বিস্তারিত জানানো হবে বিসিবির পক্ষ থেকে। অধিনায়কত্ব, তামিমের ইনজুরিসহ নানা ইস্যুতে হবে আলোচনা।

এর আগে, সোমবার (৩১ জুলাই) ইংল্যান্ড থেকে ইনজেকশন নিয়ে দেশে ফেরেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরবর্তীতে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙ্গে ফেরার কথা জানান এই ওপেনার।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply