তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: রুল শুনানির জন্য প্রস্তত নয় আদালত

|

যেকোনো মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনেননি হাইকোর্ট। রুল শুনানির জন্য প্রস্তুত না হওয়ায় রুলটি শুনেননি আদালত।

রিটকারীর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চে বৃহস্পতিবার (৩ আগস্ট) রুল শুনানির জন্য বিষয়টি উত্থাপিত হয়। এ সময় হাইকোর্ট বলেন, এটি তো শুনানির জন্য প্রস্তুত হয়ে আসেনি এখনও। রেডি সিল না মারা পর্যন্ত কোনোভাবেই এটির শুনানি করতে পারবে না হাইকোর্ট। হাইকোর্ট রুলসের কিছু বিষয় এখানে জড়িত বলেও জানান আদালত।

এ সময় আদালতে বিএনপির অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। দুই পক্ষের কথা শুনে আদালত রিটটি আপাতত না শুনার কথা জানিয়ে দেন। আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ধরনের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে জারি করা রুল শুনানির জন্য গতকাল হাইকোর্টে আবেদন করেছিলেন রিটকারী আইনজীবী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply