সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য সম্মেলন নিয়ে ব্যাপক আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বুধবার (২ আগস্ট) এ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। খবর রয়টার্সের।
এ নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় উদ্যোগ নিয়েছে জেদ্দা। এতে ৪০টির মতো দেশ অংশ নেবে। এই শরৎকালেই তৃতীয় শান্তি সম্মেলনের আয়োজনের চেষ্টা করছি। সেখানে বিশ্ব শক্তিগুলোর সিংহভাগ উপস্থিত থাকবে বলে আশা করছি। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম থেকে প্রতিনিধিত্ব করবেন প্রভাবশালী নেতারা। খুব শিগগিরই শরৎকাল শুরু হবে। তার আগেই সম্মেলনের প্রস্তুতি শেষ করবে কিয়েভ।
প্রসঙ্গত, রাশিয়ার সাথে যুদ্ধ কৌশলে হঠাৎই বড় ধরনের পরিবর্তন এনেছে ইউক্রেন। প্রতিকার কিংবা প্রতিরোধের চেয়ে জোর দেয়া হচ্ছে পাল্টা হামলার ওপর। গেল কয়েকদিন রাশিয়ার রাজধানী মস্কোসহ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলগুলোয় হামলার পরিধি বাড়িয়েছে ইউক্রেনীয় বাহিনী। হামলার মুখে পাল্টা প্রতিরোধ ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত মস্কোর।
এসজেড/
Leave a reply