নুরের ওপর হামলাকারীদের আটকের দাবিতে গণঅধিকারের সমাবেশ

|

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারিদের গ্রেফতার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে পুরানা পল্টনের কালভার্ট রোডে প্রীতম জামান টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা অভিযোগ করেন, ছাত্রলীগ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে এমন হামলা চালায়।

তারা বলেন, এভাবে হামলা মামলা করে আন্দোলন থামানো যাবে না। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের যুগপৎ আন্দোলন চলছে। সরকার পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও জানান নেতা-কর্মীরা।

এ সময় গণঅধিকার পরিষদ নুর অংশের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে যে আন্দোলন তা মেনে না নিলে এ আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply