অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু করলো ভারতের পেট্রাপোল বন্দর, কমবে যাত্রী ভোগান্তি

|

এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র। ছবি: সংগৃহীত

বাংলাদেশগামী যাত্রীদের ইমিগ্রেশনের জন্য স্লট বুক করতে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু করেছে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। ফলে, পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসতে যাত্রীদের আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। খবর এবিপি নিউজের।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ল্যান্ড পোর্টস অথোরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) চেয়ারম্যান আদিত্য মিশ্র পেট্রাপোল বন্দরে একটি নতুন কাউন্টারের উদ্বোধন করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ভারত থেকে যেসব যাত্রীরা বাংলাদেশে যাবেন তারা এক সপ্তাহ আগে থেকে নিজেদের মোবাইল নম্বর দিয়ে এলপিএআই’র ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা স্লট বুকিং করতে পারবেন। যাত্রীরা তাদের সুবিধামতো স্লট বুক করে সরাসরি ইমিগ্রেশনের জন্য কাউন্টারে আসতে পারবেন, তাদেরকে আর দীর্ঘ সময় ধরে রাস্তায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply