ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, দিনের শুরুতেই ১২ জনের মৃত্যু

|

ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়, মৃতের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। শুক্রবার (৪ আগস্ট) সকাল আটটা পর্যন্ত গেল এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন।

জানা গেছে, প্রাণহানির সবগুলোই হয়েছে রাজধানীতে। এ সময় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৭১১ জন। চলতি মাসের প্রথম দুই দিনেই প্রাণ গেল ২২ জনের। দিনের শুরুতে রাজধানীর দুই হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেছে ৪ জনের।

সরকারি প্রায় সব হাসপাতালগুলোতে গড়ে রোগী ভর্তি ৩০০ জনের বেশি। মাসের প্রথম ২ দিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ২৯৫ জন। ২৪ ঘণ্টায় ডিএনসিসি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১২ জন। সব মিলিয়ে সে হাসপাতালে এখন ২৬২ রোগীর চিকিৎসা চলছে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী এখন ৪৯৬। যাদের ৮৮ জন শিশু। গেল একদিনে নতুন ১৫১ রোগী ভর্তি হয়েছেন সে হাসপাতালে। গেল এক মাসে ৫০ হাজারের ওপর ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালটিতে। শুধু জুলাই মাসেই প্রাণ গেছে ২০৪ জনের। এ পরিস্থিতি থাকবে অন্তত আরও দু’মাস, বলেছেন কীটতত্ত্ববিদরা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply