ডেঙ্গু আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

|

রুদ্র সরকার। ছবি: সংগৃহীত

দেশে ক্রমেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ইতোমধ্যে ২০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। প্রতিদিনই নানা বয়সী ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর নাম।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই শিক্ষার্থী।

রুদ্র সরকার নামে ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে। তার বাবা সাবলু সরকার পেশায় একজন গ্রাম্য চিকিৎসক। দুই ভাইবোনের মধ্যে কনিষ্ঠ ছিলেন রুদ্র।

জানা গেছে, গত মাসের মাঝামাঝি সময়ে জ্বরে আক্রান্ত হয় রুদ্র। সেসময় প্রাথমিক পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়নি। পরে অবস্থার অবনতি হলে গত ২৯ জুলাই কুড়িগ্রামে পুনরায় পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ হয়। এরপর কুড়িগ্রাম সরকারি হাসপাতাল ও রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিডনি ও ফুসফুসে সংক্রমণ হয়। পরে গত বুধবার রুদ্রকে ঢাকায় স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply