পাকিস্তানের জাতীয় পরিষদ ভাঙছে ৯ আগস্ট

|

ভেঙে দেয়া হচ্ছে পাকিস্তানের জাতীয় পরিষদ। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, ৯ আগস্ট বিলুপ্ত করা হবে ন্যাশনাল অ্যাসেম্বলি। খবর আল জাজিরার।

সরকারি বাসভবনে দেশটির ক্ষমতাসীন জোট নেতাদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই জাতীয় পরিষদ ভেঙে দেয়ার তারিখ জোটের নেতাদের জানান তিনি।

ধারণা করা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত। পাকিস্তানের সংবিধান অনুসারে, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি জাতীয় পরিষদ ভেঙে দেয়া হয়, তাহলে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে।

তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে শুক্রবার মিত্রদের সাথে আলোচনা শুরু করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত তিনদিন সময় লাগতে পারে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply