বর্তমান সরকার গণতন্ত্রের শত্রু: মির্জা ফখরুল

|

ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ফাইল ফটো

বর্তমান সরকার দেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, দিশেহারা হয়ে অসংলগ্ন কথা ও কাজ করছে আওয়ামী লীগ। অবৈধ সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন দেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু বর্তমান সরকার। এই অবৈধ সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। দিশেহারা হয়ে অসংলগ্ন কথা বলছে আওয়ামী লীগ। চতুর্দিকে অন্ধকার দেখছে।

তিনি বলেন, যিনি অবৈধভাবে ক্ষমতায় তার বিরুদ্ধে ১৫টা মামলা। বিচারবিভাগকে ব্যবহার করে সব মামলায় খালাস পেয়েছেন। যখন পতন অবশ্যম্ভাবী তখন ক্যারিকেচার করে লাভ নেই। সরকারের সময় শেষ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপি’র সংকট নয়, গোটা জাতির সংকট। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে এই দানবকে পরাজিত করতে হবে। যুক্তরাষ্ট্র ভারত কী বললো, তা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। জনগণ বলছে, এই সরকারকে বিদায় করতে হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply