পিএসজি গোলরক্ষক রিকোর মাথায় সফল অস্ত্রোপচার

|

ছবি: সংগৃহীত

মাথায় সফল অস্ত্রোপচার করা হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইর গোলরক্ষক সের্হিও রিকোর। ঘোড়ার পিঠ থেকে পড়ে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি।

২৮ মে স্পেনের ওয়েলভার এল রোসিও অঞ্চলে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষ হয় রিকোর। এতে বেকায়দায় পড়ে যান তিনি। এরপর সেভিয়ার একটি হাসপাতালে গুরুতর অবস্থায় তাকে রাখা হয় ইনটেনসিভ কেয়ারে।

সেখানেই কোমায় চলে যান এই স্প্যানিয়ার্ড। ২২ দিন কোমায় থাকার পর জ্ঞান ফেরে তার। তবে তিনি কবে বাড়ি ফিরতে পারেন, সেটা এখনও নিশ্চিত নয়। গত বুধবার (২ আগস্ট) অস্ত্রোপচারের পর সাংবাদিকদের রিকোর স্ত্রী আলবা সিলভা বলেন, সবকিছু খুব ভালোভাবে হচ্ছে।

সেভিয়া থেকে ২০২০ সালে পিএসজিতে যোগ দেন রিকো। প্যারিসের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply