বন্দরে হামলার জবাবে রুশ নৌঘাটিতে কিয়েভের হামলা

|

বিবিসি থেকে সংগৃহীত ছবি।

সমুদ্রবন্দরে একের পর এক হামলার জবাব দিতে এবার রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি বন্দরে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (৪ আগস্ট) ভোরে নৌঘাটিতে চালানো ওই হামলায় রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া মস্কোতেও হয়েছে ড্রোন হামলা। সপ্তাহের ব্যবধানে এ নিয়ে, রাশিয়ার অভ্যন্তরে তৃতীয় দফা হামলার ঘটনা ঘটলো। এর মধ্য দিয়ে প্রায় দু’বছর ধরে ইউক্রেনে সীমাবদ্ধ থাকা যুদ্ধ রাশিয়াতেও ছড়াচ্ছে বলে আশঙ্কা রাজনীতি বিশ্লেষকদের। খবর বিবিসির।

হামলা আর পাল্টা হামলায় আবারও উত্তপ্ত রাশিয়া-ইউক্রেনের পরিস্থিতি। সম্প্রতি শস্যচুক্তি বাতিলের পর থেকে রুশ হামলার মূল টার্গেট হয়ে উঠেছে ইউক্রেনের বন্দর নগরীগুলো। এবার এ হামলার জবাবে রুশ নৌঘাটিতেও পাল্টা হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। গুরুত্বপূর্ণ রফতানিকেন্দ্র কৃষ্ণসাগরীয় বন্দর নভোরোসিয়েস্কের কাছে সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রুস নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এ ঘটনার জেরে বন্দরটিতে জাহাজ চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

রুশ ভূখণ্ডে হামলার জবাবে ইউক্রেনজুড়ে জোরালো হামলা চালিয়েছে পুতিন বাহিনী। রাজধানী কিয়েভ, খেরসনসহ বেশ কিছু এলাকায় ড্রোন ও মিসাইল হামলায় ঘটেছে হতাহতের ঘটনাও। অবশ্য জেলেনস্কি প্রশাসনের দাবি- রণক্ষেত্রে ইউক্রেনীয় সেনাদের পাল্টা হামলায় কোণঠাসা হয়ে পড়েছে রুশ বাহিনী। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫টি ড্রোন ভূপাতিত করার দাবিও তাদের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এ প্রসঙ্গে বলেন, ফ্রন্টলাইনে তুমুল লড়াই চলছে। দখলদাররা সেনাদের প্রতিহতের চেষ্টা চালালেও লিমান, বাখমুত, আভদিভকায় প্রতিরোধ গড়ে তুলেছে আমাদের সেনারা। ব্যাপক ড্রোন হামলা চালিয়েও অগ্রসর হতে পারেনি রাশিয়া।

প্রসঙ্গত, পাল্টাপাল্টি হামলা নিয়ে এমন উত্তেজনার মধ্যেই, আগামী রোববার সৌদি আরবে বেশ কয়েকটি দেশের শান্তি আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply