হাফপ্যান্ট পরে ফুটবল খেলায় মারধরের শিকার ৪ নারী ফুটবলার, প্রধানমন্ত্রীর ক্ষোভ

|

হাফপ্যান্ট পরে ফুটবল খেলায় মারধরের শিকার খুলনার বটিয়াঘাটায় চার নারী ফুটবলারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ফুটবলারদের দেখতে গিয়ে এই কথা জানান। পাশাপাশি, আগামীতে নারী ফুটবলারদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতের কথাও জানান সংসদ সদস্য।

সারাদেশ যখন বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনা-২ আসনের সংসদ সদস্য বটিয়াঘাটা যান আহত ফুটবলারদের দেখতে। ২৯ জুলাইয়ের ঘটনার বর্ণনা শোনেন তিনি। আশ্বাস দেন তাদের চিকিৎসা নিশ্চিতের।

সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী নিজেই এমন ঘটনা শুনে ক্ষোভ জানান। ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সুপার কুইন ফুটবল অ্যাকাডেমি যাতে বড় পরিসরে পরিচালনা করা হয়, তার ব্যবস্থা নেয়ারও নির্দেশও দিয়েছেন।

প্রসঙ্গত, ২৯ জুলাই বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে হাফপ্যান্ট পরে ফুটবল খেলায় খুলনা জেলার অনুর্ধ্ব ১৭ দলের সাদিয়া নাসরিনসহ চার জনের ওপর হামলা চালায় স্থানীয় নুরু খাসহ তার পরিবারের তিন সদস্য। পরদিন নুরু খা’র ছেলে মামলা তুলে না নিলে নারী ফুটবলারদের অ্যাসিডে মুখ ঝলসে দেয়ার হুমকিও দেয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply