চলতি অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ে ৩৫ হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। মোট ঋণের অর্ধেকই নিজস্ব ব্যবস্থাপনায় বিতরণ করবে ব্যাংকগুলো।
রোববার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণায় ডেপুটি গভর্নর সাজেদুর রহমান বলেন, বিদায়ী বছরে ৩০ হাজার ৮১১ কোটি টাকা লক্ষ্যমাত্রার নির্ধারণ করা হয়েছিল। তবে চাহিদা বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো ৩২ হাজার ৮৩০ কোটি টাকা বিতরণ করে। তবে ক্ষুদ্রঋণ সংস্থার মাধ্যমে ঋণ বিতরণ করায় কৃষকদের বাড়তি সুদ গুনতে হয়েছে।
নতুন নীতিমালায় ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় ঋণ বিতরণ বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
ডেপুটি গভর্নর সাজেদুর রহমান জানান, কোন ব্যাংক কৃষি ঋণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। নতুন নীতিমালায় ছাদ কৃষিতে অর্থায়নসহ নতুন কৃষক ও কৃষি যন্ত্রপাতি খাতে ঋণ বিতরণ বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
/এমএন
Leave a reply