নতুন পাকা বাড়ি আর নলকূপ দেয়ার কথা বলে নেত্রকোণার কলমাকান্দায় প্রায় ৩ শতাধিক পরিবারের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। অনেকে দীর্ঘদিনের জমানো টাকা দিয়েছে, কেউবা ভালো বাড়ি পাওয়ার আশায় ঋণের টাকা তুলে দিয়েছে এই চক্রের কাছে। মূলহোতা সেন্টু মিয়া এখন লাপাত্তা। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনেছেন ভুক্তভোগীরা। মামলাও দায়ের করা হয়েছে থানায়।
নেত্রকোণার সীমান্ত উপজেলার শুনই গ্রামের জুলেখা বেগম। নতুন পাকা বাড়ির পাওয়ার লোভে প্রায় সোয়া তিন লাখ টাকা তুলে দেন একই গ্রামের সেন্টু মিয়ার কাছে। কথা ছিল বিদেশি কোম্পানির অর্থায়নে তৈরি করে দেয়া হবে পাকা বাড়ি।
শুধুমাত্র জুলেখা বেগমই প্রতারিত হয়নি। নতুন বাড়ির স্বপ্নে বিভোর শত শত পরিবার থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, সেন্টু মিয়ার নেতৃত্বাধীন প্রতারক চক্র। ইট-সিমেন্ট ও বালু ব্যবসায়ী ও সরবরাহকারীদের কাছ থেকেও বাকিতে পণ্য নিয়েছে সে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এটিএম/
Leave a reply