বিশ্ববাসীকে দেখানোর জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম পরিবর্তন করা হয়েছে। এটা আইওয়াশ ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির এই নেতা। সেখানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে দিশেহারা হয়ে গেছে সরকার। ডিজিটাল সিকিউরিটি আইনের বদলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, তা আরও বিপদজনক। এক দলীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার জন্যই তা করা হচ্ছে। এসব করে কোনো লাভ হবে না। এবার জনগণই অধিকার রক্ষায় রাজপথে নেমে এসেছে।
/এমএন
Leave a reply