সপ্তাহখানেক আগে এশিয়া কাপের ম্যাচের সূচি প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পূর্বের সূচি অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে পরিবর্তন আনলো এসিসি। এশিয়া কাপে প্রতিদিন একই সময়ে শুরু হবে ম্যাচ।
৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে হবে এবারের এশিয়া কাপের উদ্বোধনী খেলা। আগের সূচিতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় চারটায়। এছাড়া, কোনোদিন দুপুর দেড়টায়, কোনোদিন দুইটায় এবং সাড়ে চারটায় খেলা শুরুর সময় নির্ধারণ করা ছিল। কিন্তু সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় শুরু হবে সাড়ে তিনটায়। সূচি অনুযায়ী ৩১ আগস্ট বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে (শ্রীলঙ্কায়)। ৩ সেপ্টেম্বর গ্রুপের অন্য ম্যাচে সাকিবরা মুখোমুখি হবে রশিদ খানদের (পাকিস্তানে)।
এশিয়া কাপে ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ ‘এ’তে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল এবং গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার ফোরে যাবে এবং সেখান থেকে সেরা দুই দল মুখোমুখি হবে ১৭ সেপ্টেম্বরের ফাইনালে।
ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের ফরম্যাটে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ভারত তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়।
/এএম
Leave a reply