ডিএসএ মামলা: ‘অপরাধ প্রমাণিত হলে আগের আইনে শাস্তি দেয়া যাবে’

|

ডিজিটাল সিকিউরিটি আইনে যেসব মামলা চলমান আছে, সেগুলোর অপরাধ প্রমাণিত হলে পুরনো আইনের ধারা অনুযায়ী শাস্তি দিতে পারবেন বিচারকরা। আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের বৈঠকের পর এ কথা জানান আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, আইন না জেনে বিএনপি সমালোচনা করছে। ডিজিটাল নিরাপত্তা আইন একেবারে স্থগিত হয়ে গেছে সেটি যেমন ভাবলে চলবে না, আবার পরিবর্তন হয়নি সেটি বললেও ভুল হবে। চাইলে এটিকে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী বলা যেতো। তবে, পরিবর্তন এত বেশি হয়েছে যে, সে কারণে সরকার আইনের নামও পরিবর্তন করেছে।

এ সময় গোয়েন লুইস জানান, সাইবার নিরাপত্তা আইনের খসড়া দেখেননি তিনি। যা শুনেছেন সেটি সত্যি হলে ভালো কিছু হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply