মেট্রোরেল: যাত্রার জন্য ১৫ অক্টোবরের মধ্যে প্রস্তুত হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ

|

১৫ অক্টোবরের মধ্যে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশ বাণিজ্যিক যাত্রার জন্য প্রস্তুত হবে মেট্রোরেল। বুধবার (৯ আগস্ট) সকালে মেট্রোরেল এলাকায় গাছ লাগানো শেষে গণমাধ্যমকে এ কথা জানান সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

১৫ অক্টোবরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দেয়া সাপেক্ষ্যে উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ সময় মেট্রোরেলের ব্যাবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন প্রথমে চালু করা হবে। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশে সীমিত পরিসরে চলবে মেট্রোরেল। পরে জানুয়ারি থেকে মেট্রোরেল উত্তরা-মতিঝিল চলবে একই শিডিউলে। আর পর্যায়ক্রমে সব স্টেশন চালু করা হবে বলেও জানান তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply