বিজেপির সিনিয়র নেত্রীর দিকে ‘ফ্লাইং কিস’ ছোড়ার অভিযোগ রাহুল গান্ধির বিরুদ্ধে

|

কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে বিজেপি’র এমপি স্মৃতি ইরানিকে উদ্দেশ্য করে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। খবর এনডিটিভির।

ক্ষমতাসীনদের দাবি, বিজেপির সিনিয়র নেত্রী এবং নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানিকে লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন রাহুল। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতারা। এ ঘটনাকে নারীদের জন্য অপমানজনক এবং অশালীন আখ্যা দেয়া হয়েছে।

এ ঘটনায় রাহুল গান্ধিকে নারীবিদ্বেষীও বলেন স্মৃতি ইরানি। কংগ্রেস নেতার আচরণকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে লোকসভার স্পিকার ওম বিরলার কাছে চিঠিও দিয়েছে বিজেপি।

এর আগে, ২০১৮ সালে অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন এবং সতীর্থ এমপিকে চোখ মেরে বিতর্কের সৃষ্টি করেন রাহুল গান্ধি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply