ঝিনাইদহে খাদ্যে কাপড়ের রঙ মেশানোয় ফ্যাক্টরি মালিককে জরিমানা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং চানাচুরে আয়োডিনবিহীন খোলা লবণ ও কাপড়ে মেশানো টেক্সটাইল রঙ ব্যবহার করায় এক ফ্যাক্টরি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া সড়কে অবস্থিত ভাই ভাই ফুড প্রোডাক্টস ফ্যাক্টরিতে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের।

এ সময় বাজার তদারকিতে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত জেলা পুলিশের একটি টিম।

ঝিনাইদহ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, এই তদারকি চলমান থাকবে। যারা এখনও এ ব্যাপারে সচেতন হচ্ছে না, তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেয়া হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply