এবার বেলারুশের ওপর ভিসা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। বেলারুশে ত্রুটিপূর্ণ নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র ওই নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।
জানা গেছে, দেশটির সাত বিচারকসহ শীর্ষ শতাধিক কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সহযোগী পাঁচ ব্যক্তি এবং আট আর্থিক প্রতিষ্ঠানের ওপরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হয়।
এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, জালিয়াতিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের তিন বছর পূর্ণ হয়েছে দেশটিতে। লুকাশেঙ্কো সরকারের ধরপাকড়-দমন-পীড়নের প্রতিবাদেই ওয়াশিংটনের এ সিদ্ধান্ত। কারণ, যুক্তরাষ্ট্র আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধায় বিশ্বাস করে।
/এসএইচ
Leave a reply