সেনাপ্রধানকে অপসারণ করে জোরালো যুদ্ধের প্রস্তুতি চলছে উত্তর কোরিয়ায়

|

সেনাপ্রধানকে সরিয়ে দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সামরিক বাহিনীকে আরও রণপ্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যুদ্ধের জোরালো প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া, তবে কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে তা এখনও জানা যায়নি। খবর সিএনএন এর।

বৃহস্পতিবার (১০ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানানো হয়। এ দিন নতুন সেনাপ্রধান হিসেবে ঘোষণা করা হয় জেনারেল রি ইয়ং গিলের নাম। বলা হয়, সমরাস্ত্র উৎপাদন এবং সামরিক মহড়ার পরিধি বাড়ানোর নির্দেশও দিয়েছেন কিম।

বুধবার কেন্দ্রীয় মিলিটারি কমিশনের সাথে বৈঠক হয় কিমের। সেখানেই সম্ভাব্য যুদ্ধের বিষয়ে আলোচনা করেন তিনি। শত্রুপক্ষকে মোকাবেলার পরিকল্পনা নিয়ে পরামর্শ করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, মানচিত্রে দক্ষিণ কোরিয়া ও আশপাশের অঞ্চলের দিকে নির্দেশ করছেন কিম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply