রাজধানীর গুলশান থেকে প্রায় ১ কোটি টাকার বিদেশি মদ উদ্ধারসহ একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে র্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোস্তাক আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি অফিসের স্টিকার ব্যবহার করে মাদক সাপ্লাই করছিল চক্রটি। বিভিন্ন হোটেল, বারসহ বিভিন্ন পার্টিতে প্রায় ৩ বছর ধরে মাদক সরবারহ করছিল তারা। গুলশানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে আবদুল্লাহ নামে মাদক করাবারিকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক সরবরাহে ব্যবহৃত গাড়ি।
লেফটেন্যান্ট কর্ণেল মোস্তাক আহমেদ বলেন, ৪৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছ। চক্রের বাকি দুই সদস্য বাবুল ও জুয়েল পলাতক। বাবুলের বিরুদ্ধে ৭টি এবং জুয়েলের বিরুদ্ধে দুইটি মাদক মামলা আছে।
/এমএন
Leave a reply