নাইজারে সরকার গঠনের ঘোষণা দিয়েছে অভ্যুত্থানকারীরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশটির অর্থনীতিবিদ আলি মাহামানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে ২১ সদস্য বিশিষ্ঠ মন্ত্রিসভা গঠন করা হয়। খবর দ্য ন্যাশনাল নিউজের।
মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই বেসামরিক। তবে প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দুই সেনা কর্মকর্তাকে। জেনারেল আবদোরাহমানে চিয়ানির নেতৃত্বে গেল মাসে নাইজারে সামরিক অভ্যুত্থান হয়। ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয় পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ বাজোমকে। এরপরই নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজেকে ঘোষণা দেন জেনারেল চিয়ানি।
এটিএম/
Leave a reply