রাজধানীর কারওয়ান বাজারের ডিমের আড়তে মধ্যরাতে বিশেষ অভিযান ভোক্তা অধিকারের

|

ডিমের আড়তে মধ্যরাতে বিশেষ অভিযান।

গত কিছুদিন হঠাৎ করে বেড়ে গেছে ডিমের দাম। এমন পরিস্থিতিতে রাজধানীর কারওয়ান বাজারে মধ্যরাতে ডিমের আড়তে বিশেষ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ সময় ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যে সামঞ্জস্য না থাকায় এবং ক্যাশ মেমো দেখাতে না পারায় এক ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আব্দুল জব্বার জানান, ডিম কেনা এবং বিক্রির মধ্যে বড় ধরনের ফারাক দেখতে পেয়েছেন তারা। ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণে এ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। বাজারে কোনো কারসাজি রয়েছে কিনা, তা দেখার জন্য মাঠে নেমেছে তারা।

ডিমের দাম নিয়ন্ত্রণে শনিবার থেকে সারা দেশে অভিযান চালানোর কথা জানান কর্মকর্তারা। বাজারে প্রতি ডজন মুরগির লাল ডিম বিক্রি করা হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply