ইসরায়েলি সামরিক অভিযানে নিহত ১ ফিলিস্তিনি

|

ইসরায়েলি অভিযানে মৃত্যু আরও এক ফিলিস্তিনির। ছবি: এপি

দখলকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারিয়েছে এক ফিলিস্তিনি। ২৭ বছরের আমির আহমেদ খলিফা হিসেবে তাকে শনাক্ত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

পশ্চিম তীরে অভিযানের সময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হন আমির। ইসরায়েলের দাবি, রাত্রিকালীন টহলের সময় নাবলুসের কাছে হামলার শিকার হয় সেনাবহর। এক ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের পাল্টা অভিযানে ঘটনাস্থলে মৃত্যু হয় আমির আহমেদের।

নিহত ফিলিস্তিনিকে নিজেদের সদস্য হিসেবে চিহ্নিত করেছে স্বাধীনতাকামী সংগঠন ‘আল আকসা মার্টায়ার্স ব্রিগেড’।
তারা জানায়, আমির ছিলেন ‘এইন বেইত আল-মা’র শরণার্থী শিবিরের বাসিন্দা। নাবলুসের উত্তরাঞ্চলে লড়াই করতেন তিনি। ফিলিস্তিনের শাসনে থাকা ফাতাহ্ মুভমেন্টের সশস্ত্র উইং এ দলটি।

চলতি বছর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন দুইশর কাছাকাছি ফিলিস্তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply