ফের ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন; নিহত ১, আহত অন্তত ৮

|

দখলকৃত পশ্চিম তীরে আবারও জোরালো আগ্রাসন চালালো ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১১ আগস্ট) চালানো হয় এই হামলা। এতে প্রাণ হারান এক ফিলিস্তিনি, আহত কমপক্ষে ৮ জন। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা’র তথ্য অনুসারে, তুলকারেম শরণার্থী ক্যাম্পে চালানো হয় এ অভিযান। তা ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলেন শরণার্থীরা। এ সময় স্নাইপারের মাধ্যমে গুলি ছোঁড়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ছত্রভঙ্গে ব্যবহৃত হয় টিয়ার গ্যাস। এই সংঘর্ষে মাহমুদ জারাদ নামে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। নিহত যুবককে স্বাধীনতাকামী এবং দলের সক্রিয় সদস্য ঘোষণা করেছে ফিলিস্তিনের সরকারে থাকা ফাতাহ্ মুভমেন্ট।

চলতি বছর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ১৯৬ ফিলিস্তিনির। অন্যদিকে বিচ্ছিন্ন হামলায় ২৪ ইহুদির মৃত্যু হয়েছে একই সময়ে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply