প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসে চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশেই প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৯ জনে। এখনও নিখোঁজ ১৬ অধিবাসী। খবর আল জাজিরার।
শুক্রবার (১১ আগস্ট) এ তথ্য প্রকাশ করে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত প্রদেশটি সংস্কারে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানানো হয় মন্ত্রনালয়ের পক্ষ থেকে।
প্রাথমিক হিসাব অনুসারে, হেবেই প্রদেশে ১৩ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চলমান বন্যায়। ক্ষতির মুখে পড়েছেন প্রায় ৩৯ লাখ বাসিন্দা। ৪০ হাজারের বেশি ঘরবাড়ি-স্থাপনা ভেঙে পড়েছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাছাড়া ১৫ লাখের ওপর বিদ্যুৎ সংযোগ এখনও স্বাভাবিক হয়নি। প্রাণহানি এড়াতে, চীনের উত্তরাঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয় সাড়ে ১৭ লাখ অধিবাসীকে। টাইফুন ডকসুরির তাণ্ডবে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগে চীনে এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণ গেছে।
এসজেড/
Leave a reply