পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল হক কাকার। রোববার (১৩ আগস্ট) শপথ নেবেন তিনি।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে আনোয়ারুলের নাম প্রস্তাব করেন। প্রেসিডেন্ট তার নাম ঘোষণার পরই দেশটির বিভিন্ন রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।
আনোয়ারুল ২০১৮ সালে বেলুচিস্তান থেকে ছয় বছরের জন্য সিনেটর নির্বাচিত হন। ২০২৪ সালের মার্চে তার মেয়াদ শেষ হওয়ার কথা। পাশাপাশি তিনি প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সিনেটের স্থায়ী কমিটির চেয়ারপারসন। একইসাথে তিনি ব্যবসায়ী, উপদেষ্টা কমিটি, অর্থ ও রাজস্ব, বৈদেশিক বিষয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটিরও সদস্য।
চলতি বছরের অক্টোবরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এটিএম/
Leave a reply