‘ডিমের দাম ১২ টাকার বেশি হওয়া উচিত নয়, বেশি লাভ করলে প্রশাসনিক ব্যবস্থা’

|

একটি ডিমের দাম ১২ টাকার বেশি হওয়া উচিত নয়, কেউ বেশি লাভ করলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আরও বলেন, প্রতিটি ডিম উৎপাদনে সাড়ে ১০ টাকা খরচ হয়। কেউ অন্যায্য লাভ করলে ব্যবস্থা নেবে প্রশাসন ও ভোক্তা অধিদফতর।

পোল্ট্রি খাতে অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে এ সময় রেজাউল করিম বলেন, ডিম আমদানি করা কিংবা না করার বিষয়টি অন্যভাবে বিবেচনা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply