মানবাধিকার ইস্যুতে পশ্চিমা বিশ্বের অবস্থান দ্বিমুখী: শিক্ষামন্ত্রী

|

ছবি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । ফাইল ফটো

বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে পশ্চিমা বিশ্বের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কিংবা বিএনপি-জামায়াত জোটের সময়ে সাধারণ মানুষের ওপর নির্যাতনের বিষয়ে তাদের অবস্থান দ্বিমুখী।

রোববার (১৩ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত শোকাবহ আগস্টের আলোচনায় এ অভিযোগ করেন তিনি।

ডা. দীপু মনি বলেন, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গের মতো, বাংলাদেশে অবস্থান করেও দেশবিরোধী চক্রান্তে লিপ্ত একটি মহল।

১৫ই আগস্টের ধারাবাহিকতায় এখনও ষড়যন্ত্র চলছে; এমন অভিযোগ করে শিক্ষামন্ত্রী বলেন, ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকতে হবে সবাইকে। বিএনপির শাসনামলের মতো এখন আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘু নির্যাতন হয় না বলেও দাবি করেন ডা. দীপু মনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মিজানুর রহমান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply