ইতালির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মানচিনি

|

ছবি: সংগৃহীত

২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও হঠাৎ করেই ইতালি জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ কোচ রবার্তো মানচিনি। বিবৃতি দিয়ে রোববার (১৩ আগস্ট) বিষয়টি জানিয়েছে ইতালির ফুটবল ফেডারেশন। জানিয়েছে, মানচিনির পদত্যাগপত্র গ্রহণ করেছে ফেডারেশন। মার্কার খবর।

পদত্যাগের সিদ্ধান্তের কোনো কারণ পরিষ্কার করেননি মানচিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পােস্ট দিয়ে মানচিনি বলেন, এই ৫ বছরে আমাকে সমর্থজ জানিয়ে যাওয়া সকল খেলোয়াড় এবং সমর্থকদের আমি ধন্যবাদ জানাই। ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ জয় সব সময়ই আমার হৃদয়ের খুব কাছে থাকবে।

২০১৮ সালে ইতালিয়ান ফুটবলের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। এরপর ৫৮ বছর বয়সী মানচিনির হাত ধরে দ্রুত ঘুরে দাঁড়ায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মানচিনির কোচিংয়ে ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে ইতালি। তবে বিশ্ব সেরার মঞ্চে খেলার লড়াইয়ে ফের হতাশ হতে হয় তাদের। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় ইতালিয়ান সংবাদমাধ্যমের তীব্র চাপের মুখে পড়েন মানচিনি। আগামী কয়েক দিনের মধ্যে মানচিনির উত্তরসূরির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইতালি ফুটবল কর্তৃপক্ষ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply