নতুন দরে সয়াবিন তেল ও চিনি পেতে ক্রেতাদের অপেক্ষা করতে হবে আরও ১-২ দিন। দোকানদাররা বলছেন, নতুন চালানের ক্রয় আদেশ এখনও সংগ্রহ করেননি পরিবেশকরা। অতীত অভিজ্ঞতা বলছে, দাম বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত কার্যকর হয়, দাম কমানোর ক্ষেত্রে তা হয় না।
এদিকে, উৎপাদক সমিতির ঘোষণা অনুয়ায়ী আজ সোমবার (১৪ আগস্ট) থেকে তেল ও চিনির নতুন দর কার্যকর হওয়ার কথা।
বোতলজাত ও খোলা উভয় ধরনের সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর ঘোষণা আসে গতকাল রোববার (১৩ আগস্ট)। একই সঙ্গে কেজিপ্রতি খোলা ও প্যাকেটজাত চিনির দামও পাঁচ টাকা কমানোর তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ৫ টাকা কমে ১৭৪ টাকায় বিক্রি হওয়ার কথা। খোলা সয়াবিনের দামও লিটারপ্রতি পাঁচ টাকা কমে দাম হওয়ার কথা ১৫৪ টাকা। তবে ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ২৩ টাকা কমে ৮৫০ টাকা হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার ফলে এমন সিদ্ধান্ত নিয়েছেন মিল মালিকেরা। তবে এবার পাম তেলের দাম কমানো হয়নি।
এছাড়া, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনির দাম ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণের ঘোষণা আসে একইদিন। প্যাকেটজাত চিনির দাম ১৪০ টাকা থেকে কমিয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
/এমএন
Leave a reply