রাশিয়ার পেট্রোল স্টেশনে ভয়ানক বিস্ফোরণ, নিহত অন্তত ২৫

|

রাশিয়ার দাগেস্তান অঞ্চলের একটি পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। খবর রয়টার্সের।

সোমবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১০টা নাগাদ মাখাশকালা শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারা যান ২৫ জন, আহত হন ৬৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ব্রিগেডের ২৬০ সদস্য। হেলিকপ্টার ব্যবহার করে গুরুতর দগ্ধদের উদ্ধার করা হচ্ছে।

কর্মকর্তাদের দাবি, বিস্ফোরণে সাড়ে ৬ হাজার বর্গফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে আগুনের কুণ্ডলী। বিস্ফোরণের মূল কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে বলা হচ্ছে, ত্রুটিপূর্ণ একটি গাড়িতে জ্বালানি দেয়ার সময়ই এ দুর্ঘটনা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply