মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় উপস্থিত কর্মী-সমর্থকরা। তাদের দাবি, ঢাকায় জানাজা না করিয়ে তার লাশ পিরোজপুর বা অন্যত্র নিতে দেয়া হবে না।
এর এক পর্যায়ে সাঈদী সমর্থকরা অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার করে দেয়। এতে দেখা দেয় উত্তেজনা। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাঈদী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে সাইদী অনুসারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এরমাঝে অ্যাম্বুলেন্স পাল্টে নতুন আরেকটি অ্যাম্বুলেন্সে তোলা হয় দেলাওয়ার হোসাইন সাইদীর মরদেহ। পরে রাস্তা পরিষ্কার হলে অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বেরিয়ে যায়।
এসজেড/
Leave a reply