হাওয়াই দ্বীপপুঞ্জে দাবানল: এখনও নিখোঁজ ১৩০০ মানুষ

|

হাওয়াই দ্বীপপুঞ্জের ভয়াবহ দাবানলে এখনও ১৩০০ মানুষ নিখোঁজ। প্রতিদিনই মিলছে ১০-১২ জনের মরদেহ। সোমবার (১৪ আগস্ট) এ তথ্য জানান গভর্নর জশ গ্রিন। খবর দ্য গার্ডিয়ানের।

সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিহতের সংখ্যা ১০০ এর কাছাকাছি। নিখোঁজদের সন্ধানে পুড়ে যাওয়া লোকালয়ে চিরুনি অভিযান চালাচ্ছে ফায়ার ব্রিগেড ও ন্যাশনাল গার্ড। তবে পূর্ণাঙ্গ প্রাণহানি জানতে আরও ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন গভর্নর। কারণ, অনেকের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

এরই মধ্যে দ্বীপটির লাহাইনা শহর দাবানলে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। যেটির মাত্র ৩ শতাংশ এলাকায় অভিযান চালানো হয়েছে। প্রাণের সাড়া পেতে ব্যবহৃত হচ্ছে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। গত মঙ্গলবার থেকে দাবানলের ভয়াবহতায় জ্বলছে হাওয়াই দ্বীপের একাংশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply