বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করতে কমিশন হওয়া উচিৎ: প্রধান বিচারপতি

|

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেয়ার পর এ মন্তব্য করেন তিনি। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিগণ।

এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, কিছু কুলাঙ্গার বঙ্গবন্ধুকে খুন করে দেশকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর দেশকে থামানো যায়নি, বরং এগিয়ে গেছে।

দোয়া ও মোনাজাতের পর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply