রাশিয়ার দাগেস্তানের একটি পেট্রোল স্টেশনে হওয়া ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। সোমবারের (১৪ আগস্ট) এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ৬৬ জন। খবর আলজাজিরার।
মৃতের সংখ্যা বাড়ার তথ্য নিশ্চিত করে রাশিয়ার জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাত পৌনে ১০টা নাগাদ মাখাশকালা শহরে ঘটে এ বিস্ফোরণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে এখনও কাজ করছেন ফায়ার ব্রিগেডের সদস্যরা। গুরুতর দগ্ধদের উদ্ধারে ব্যবহার করা হয় হেলিকপ্টার।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দাবি, বিস্ফোরণে সাড়ে ৬ হাজার বর্গফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গায়-জায়গায় তৈরি হয়েছে আগুনের কুণ্ডলী। বিস্ফোরণের মূল কারণ এখনো জানা যায়নি। ত্রুটিপূর্ণ একটি গাড়িতে জ্বালানি দেয়ার সময়ই হয় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
/এসএইচ
Leave a reply