আজকে বাংলাদেশ তো কাল উইন্ডিজ। কিছুদিন পর হয়তো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা কিংবা সাউথ আফ্রিকা। জাতীয় দলের ক্রিকেটার মানেই তো সৈয়দ মুজতবা আলীর ‘বাঙালি রসগোল্লা’ গল্পের ঝান্ডুদার মতো, বিমানবন্দরে নিয়মিত যাতায়াত। সংসারের জন্য সময় থাকে তো?
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন, চাকরিজীবীদের চেয়ে ক্রিকেটারদের জন্য সংসার করা বরং সহজ। ক্রিকেটারদের হাতে নাকি সংসারের জন্য অফুরন্ত সময় থাকে।
বৃহস্পতিবার, এশিয়া কাপের আগে দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলনের পর এক সংবাদ সম্মেলনে মাশরাফী বলেন, ক্রিকেটের সাথে সংসারকে আলাদা করার কোনো মানে নেই। যারা চাকরিজীবী আছেন তারা তো সংসার করছেন। একই জিনিস। পুরোটা বোঝাপড়ার সময়। আমার মনে হয় যারা চাকরি করে সংসার করছে তাদের চেয়ে ক্রিকেটারদের জন্য সংসার করা সহজ।
কেনো সহজ তার ব্যাখ্যাও দিয়েছেন ক্যাপ্টেন ম্যাশ। তার মতে, সবসময় খেলা না থাকায় ক্রিকেটারদের হাতে সংসারের জন্য অফুরন্ত সময় থাকে। সুযোগ থাকে সপরিবারে ট্যুর করার। অনেক চাকরিজীবী হয়তো পারেন না।
এজন্যই হয়তো আর সবার চেয়ে আলাদা মাশরাফী বিন মোত্তর্জা। জীবন ও পেশাকে এমন সহজভাবে দেখতে পারেন আর ক’জন?
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply