অবকাশ যাপন করে বিপাকে, চাপের মুখেই ভস্মীভূত হাওয়াই দ্বীপপুঞ্জে যাচ্ছেন বাইডেন

|

অবকাশ যাপন শেষে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে এক প্রকার চাপের মুখে এক সপ্তাহ পর দাবানলে বিপর্যস্ত হাওয়াই দ্বীপপুঞ্জ পরিদর্শনে যাচ্ছেন তিনি। খবর বিবিসির।

মার্কিন দ্বীপপুঞ্জটি যখন দাবানলে জ্বলছে। এরই মধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ঠিক এমন সংকটময় সময়ে ডেলাওয়ারের সমুদ্র উপকূলে ছুটি কাটাচ্ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। দুর্গত এলাকা পরিদর্শনে না গিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। তহবিল বরাদ্দের নির্বাহী আদেশে সই করেই অবকাশ যাপনে যান বাইডেন। এ বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেনি গণমাধ্যম এবং বিরোধী দল। ফলে নেটিজেনদের তীব্র নিন্দার মুখে পড়েন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (১৫ আগস্ট) আবারও সাংবাদিকদের তোপের মুখে পড়েন বাইডেন। এ সময় তিনি জানান, উদ্ধার তৎপরতা নির্বিঘ্ন রাখতেই হাওয়াই পরিদর্শন থেকে বিরত ছিলেন তিনি। কারণ তিনি সফরে গেলে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাতে তল্লাশি, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। অবশ্য এ সময় অবকাশ যাপনের বিষয়ে প্রশ্ন করা হলে, সেটি এড়িয়ে যান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply