সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। তিন বছরের মেয়াদে ২১ মিলিয়ন ইউরোতে আল-হিলালের কাছে মরক্কোর এই তারকাকে বিক্রি করছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।
বিশ্বকাপে মরক্কোর ইতিহাস গড়ার পেছনে বড় কারিগর ছিলেন গোলবারের নিচে থাকা ইয়াসিন বোনো। দুর্দান্ত পারফরমেন্সে হয়েছিলেন মরক্কোর রূপকথার অংশ। সেই ইয়াসিন বোনোকেই এবার দেখা যাবে সৌদি আরবের লিগে। সেখানে আল-হিলালে নেইমারের সতীর্থ হিসেবে যোগ দিবেন তিনি।
গতকালই উয়েফা সুপার কাপ খেলতে দলের সঙ্গে গ্রিসে ছিলেন বোনো। আজ (১৭ আগস্ট) সেভিয়াতে ফেরার কথা রয়েছে। সেখান থেকে খুব দ্রুতই সৌদি আরবে যাচ্ছেন তিনি। নেইমারের পর আল-হিলালের নতুন এই সংযোজন নিঃসন্দেহে ক্লাবটিকে আরও বেশি এগিয়ে রাখবে।
এদিকে, দলবদলের বাজারে আল-হিলাল আরও একজনকে দলে আনতে পারে বলে জানিয়েছেন ফুটবল বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। নেইমার এবং বোনোর পর ফুলহ্যামের সার্বিয়ান স্ট্রাইকার মিত্রোভিচের দিকে নজর আছে সৌদি আরবের সফলতম ক্লাবটির।
/আরআইএম
Leave a reply