ভয়াবহ দাবানলের ৯ দিন পর পদত্যাগ করলেন মাউই দ্বীপের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হারমান আন্দায়া। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে হাওয়াই প্রশাসন। খবর সিসিটিভির।
তারা জানায়, শারীরিক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন হারমান আন্দায়া। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, প্রাণঘাতী দুর্যোগের সতর্ক সংকেত না দিতে পারায় চাকরি হারালেন বিভাগীয় প্রধান। লোকালয়ে দাবানল ছড়ানোর সময় কেন সাইরেন বাজানো হলো না, গত দু’দিনে এই প্রশ্নবাণে জর্জরিত তিনি। এরপরই এলো তার পদত্যাগের ঘোষণা।
এদিকে, হাওয়াই প্রশাসন নিশ্চিত করেছে, মরদেহ উদ্ধার করা হয়েছে ১১১ জনের। এখনও দ্বীপটিতে ১৩শ’র কাছাকাছি মানুষ নিখোঁজ। সময়ের সাথে বাড়বে প্রাণহানি, এমনটাই আশঙ্কা গভর্নর জশ গ্রিনের। তার আশঙ্কা, আগামী ১০ দিনে দ্বিগুণ হতে পারে মৃতের সংখ্যা। কারণ, ভস্মীভূত লাহাইনা শহরে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। শহরের ৮৬ ভাগ এলাকা পুড়ে ছাই। ধ্বংস হয়েছে ২২শ’র বেশি ঘরবাড়ি ও স্থাপনা। যা সংস্কারে কয়েক বছর সময় প্রয়োজন, এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন।
/এএম
Leave a reply