গত মাসে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর ৬টি ম্যাচ খেলেছেন মেসি, গোল করেছেন ৯টি। এলএমটেনের হাত ধরেই প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে দলটি।
মায়ামির হয়ে খেলা শুরুর পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন মেসি। বিশ্বজয়ী মহাতারকার কথা শুনতে সংবাদকর্মীদের উপচে পড়া ভিড় ছিল। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে অধিনায়ক কথা বলেছেন দীর্ঘ সময়।
মায়ামিতে নিজের ও পরিবারের মানিয়ে নেয়াসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন এলএমটেন। মেসির মতে, যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল উন্নতির পথে। এর জন্য প্রয়োজনীয় উপাদানও আছে। তিনি বলেন, এখানে ফুটবল এগিয়ে যাওয়ার সব সম্ভাবনাই আছে। এই উন্নতি অনেকাংশে লিগের ওপর নির্ভর করছে। এখনই সেই সময়। সামনে এ দেশে দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাও আছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে প্রকাশিত হওয়া উয়েফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে শীর্ষ তিনে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। এদিকে এ পুরস্কার ছাড়াও এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও খুব ভালোভাবেই এগিয়ে আছেন মেসি। গতকাল সংবাদ সম্মেলনেও তাকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে।
ব্যালন ডি’অর নিয়ে প্রশ্নের উত্তরে মেসি বলেন, আমার মনে হয় ক্যারিয়ারের বিভিন্ন সময়ে এ প্রশ্নের উত্তর আমি দিয়েছি। ব্যালন ডি’অর খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। ব্যক্তিগত পর্যায়ে সারাবিশ্বেই এটি সব থেকে আকর্ষণীয় একটি। কিন্তু আমি কখনই ব্যক্তিগত পুরস্কার নিয়ে মাথা ঘামাইনি, দলগত অর্জনই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
নিজের ক্যারিয়ারে সবকিছু পেয়েছেন জানিয়ে তিনি বলেন, আমি খুব ভাগ্যবান যে আমি ক্যারিয়ারের সবকিছুই অর্জন করেছি। বিশ্বকাপের অপূর্ণতা ছিল কিন্তু কাতারে তাও পেয়েছি আমি। তাই ব্যালন ডি’অর নিয়ে এখন খুব কমই ভাবি।
বিশ্বজয়ের পর একাধিক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন ফুটবল থেকে তার নতুন করে আর কিছু পাওয়ার নেই। গতকালও একই কথা মনে করিয়ে দিয়েছেন বিশ্বজয়ী এ তারকা। তিনি বলেন, আমি এখন উপভোগ করছি। ব্যালন ডি’অর নিয়ে ভাবছি না, এটি যদি পাই তা হলে ভালো, তা হলেও ক্ষতি নেই। কেননা, আমার যা পাওয়ার ছিল তার সবই আমি পেয়েছি।
এমএলএসে মেসির প্রথম ম্যাচ ২৭ আগস্ট, প্রতিপক্ষ নিউইয়র্ক রেড বুলস। এ মুহূর্তে ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে সবার শেষে অবস্থান মায়ামির।
/আরআইএম
Leave a reply