জিয়াউর রহমানের নাম মুছে দিতে সরকার নানা অপচেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৮ আগস্ট) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের নাম মুছে দিতে সরকার নানা অপচেষ্টা চালাচ্ছে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী বানাতে ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপির আন্দোলনকে অন্য খাতে নিতেই এই সব অলীক গল্প ফাদে আওয়ামী লীগ।

জিয়াউর রহমান খুনী নন, তিনি ক্ষণজন্মা মানুষ, দুঃশাসনের বিরুদ্ধে লড়াকু ছিলেন– এমনটাই বলেন বিএনপি মহাসচিব। বাকশালের বিরুদ্ধে জিয়া বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্র চালু করে স্বাধীন মত প্রকাশের পথ চালু করেছেন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকার বাধা সৃষ্টি করেছে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply